
বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজকের শিক্ষা ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। জ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতার সঠিক সমন্বয়ই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। বিদ্যালয় শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার স্থান নয়—এটি মানুষ গড়ার কারখানা, যেখানে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার চর্চা হয়।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী আলাদা একটি প্রতিভা নিয়ে জন্মায়। সেই প্রতিভাকে বিকশিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তি-নির্ভর আধুনিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেম—এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে এন. বি. কে. সম্মিলিত এম. এল. উচ্চ বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের আজকের সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করে যাব—যাতে তারা কেবল পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান যেন আগামী প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যতের দিকনির্দেশক হয়ে থাকে—এটাই আমার প্রত্যাশা।
প্রধান শিক্ষক
NBK Sammilita M.L. High School
